Home » একনেক সভায় রবির ডিপিপি অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী গণঅনশন

একনেক সভায় রবির ডিপিপি অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী গণঅনশন

অনুমোদন না দিলে লাগাতার কর্মসূচী

0 মন্তব্য গুলি 10 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে গণ অনশন ও প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ পৃথক পৃথকভাবে এ অনশন পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য-সচিব সাইফ মুস্তাফিজ, বহল বাড়ি ও বুড়ি পোতাজিয়া সচেতন নাগরিক ফোরাম, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, মালিথা স্মৃতি পরিষদ শাহজাদপুর স্বার্থ রক্ষা কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তারা বলেন, আগামীকাল একনেক সভায় রবির ডিপিপি এজেন্ডাভুক্ত হয়েছে। রবির স্থায়ী ক্যাম্পাসের এই ডিপিপি নিয়ে বার বার কালক্ষেপণ করা হয়েছে, আর নয়। সরকারের কাছে আবেদন জানাচ্ছি ১৭ আগষ্ট একনেক সভায় রবির স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন দিন। অন্যথায় পরবর্তীতে যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। প্রতীকী অনশনে রবির প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেন, রবির ডিপিপি দ্রুত অনুমোদনের নিমিত্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিভিন্ন প্রকারের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলেছি। এ কর্মসূচি প্রকল্পটি একনেক-এ পাস না হওয়া পর্যন্ত চলমান থাকবে। একনেক সভার দিন আমরা ক্যাম্পাসে অবস্থান করব। যদি দেখি একনেক-এ পাস না হয়। তাহলে তাতক্ষণিক লাগাতার আন্দোলনে চলে যাব। গণ অনশনরত সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের ফেরার পথ বন্ধ, অনেক প্রহসনের স্বাক্ষী হয়েছি, আর হতে চাই না। আগামীকাল রবির স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় উপস্থাপন করা হবে। উল্লেখ্য, রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত ২৬ জুলাই এর ‘বিশ্ববিদ্যালয় দিবস’ বয়কট করে লাগতার আন্দোলন করছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন