কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথ গ্রহণের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে অস্বীকার করেছেন এবং সেই কারণে তার সরকারের কোনো বৈধতা নেই।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা ও নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ।
ফরহাদ মজহার বলেন, “আপনি (ড. ইউনূস) শপথ গ্রহণের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে অস্বীকার করেছেন। রাজনীতি কাকে বলে—এটা যেন আপনি বোঝেন, আইন কাকে বলে—এটাও যেন বোঝেন। রাষ্ট্র মানে গ্রামীণ ব্যাংক চালানো নয়, রাষ্ট্র আলাদা বিষয়।”
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত ও নিয়োগ প্রশ্নবিদ্ধ। জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং বিভিন্ন বিদেশি উদ্যোগের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মজহার অভিযোগ করেন, শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধান রক্ষার মাধ্যমে ড. ইউনূস গণ-অভ্যুত্থানকে অস্বীকার করেছেন। তার মতে, সংবিধান, প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলার কোনো অর্থ হয় না।
তিনি আরও প্রশ্ন তোলেন, “আপনি কেন নির্বাচন করতে চাইছেন? আপনি তো গণ-অভ্যুত্থানের মাধ্যমে এসেছেন; কিন্তু গণ-অভ্যুত্থানের মহানায়ক নন। জনগণই প্রকৃত মহানায়ক।”