Home » অসৎ লোকের কারণে নয়, সৎ লোকের নীরবতায় সমাজ ধ্বংস হয়: স্বরাষ্ট্র সচিব

অসৎ লোকের কারণে নয়, সৎ লোকের নীরবতায় সমাজ ধ্বংস হয়: স্বরাষ্ট্র সচিব

0 মন্তব্য গুলি 1 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, অসৎ লোকের কাজকর্মে সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। দেশের ৪০ শতাংশ জনগোষ্ঠী জেন-জি প্রজন্মের অন্তর্ভুক্ত, তারাই ৩৬ জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে। তারা সরকারের কাছে সুবিচার প্রত্যাশা করে।

শনিবার সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, “১৮৭৮ সালে পুলিশ থানা প্রতিষ্ঠার পর মুক্তিযুদ্ধকালীন সময়েও থানাগুলো ২৪ ঘণ্টা সেবা দিয়ে গেছে। কিন্তু চব্বিশের আন্দোলনের সময় এর ব্যত্যয় ঘটে। সে সময় মেধা ও দক্ষতার ঘাটতি ছিল না, ঘাটতি ছিল আন্তরিকতার।”

তিনি আরও বলেন, “আমরা নতুন প্রজন্মের চাহিদার মতো করে দায়িত্ব পালন করতে পারিনি। তারা যে সুবিচার চায় তা শুধু বিচারকদের বিষয় নয়, বরং সিভিল সার্ভিসের সবার জন্য প্রযোজ্য। সরকারি চাকরি কেবল টাকা বানানোর মেশিন নয়, জনগণ ও স্রষ্টার প্রতি কর্তব্য পালনের ক্ষেত্র।”

banner

সুরা ছোয়াদের ২৬ নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, আল্লাহ দাউদ (আ.)-কে যেমন ভূখণ্ডের প্রতিনিধি বানিয়েছেন, তেমনি প্রধান উপদেষ্টারাও প্রতিনিধি। আর সরকারি কর্মকর্তারা উপদেষ্টাদের চোখ, হাত ও পা হিসেবে কাজ করেন।

সভায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভাগের আট জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন