Home » অলিখিত সেমিফাইনালে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

অলিখিত সেমিফাইনালে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

1 মন্তব্য 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুই দলের জন্যই এই ম্যাচ অলিখিত সেমিফাইনাল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জাকের আলী অনিক।

পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। তাই ভারত ম্যাচের মতো এই ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। তবে উইকেটকিপিং করতে পারেন নুরুল হাসান সোহান।

একাদশে তিন পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিদ হাসান তামিম। একাদশে ফিরেছেন মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

1 মন্তব্য

kubet apk 29/09/2025 - 4:10 AM

Mình đang tìm kiếm ứng dụng Kubet APK thì phát hiện trang này có tải về luôn. File apk rất sạch sẽ, cài vào máy không bị lỗi. Nhờ vậy giờ chơi được mọi lúc mọi nơi kubet apk

রিপ্লাই

কমেন্ট লিখুন