তৃণমূলের সংবাদ ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। কেবলমাত্র দলের রাজনৈতিক কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এই কার্যক্রম পুনরায় শুরু হতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ড. ইউনূস বলেন, “কার্যক্রম স্থগিত থাকায় তারা কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। যদিও দল হিসেবে তারা বৈধ, কার্যক্রম স্থগিত থাকায় তা সীমিত।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে নির্বাচন কমিশন। “নির্বাচন কমিশনই নির্ধারণ করবে কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচনের দায়িত্বে রয়েছে,” মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, “আওয়ামী লীগের ব্যাপক সমর্থক রয়েছে—আমি এটি পুরোপুরি মেনে নিই না। তবে তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতো ভোট দিতে সক্ষম। তবে নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগের প্রতীক থাকবে না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বলে দাবী করলেও তারা যথাযথভাবে নিজেদের তুলে ধরতে পারেনি। তাদের কর্মকাণ্ডের জন্য তারা দায় স্বীকার করেনি এবং অনেক সময় অন্যকে দায়ারোপ করেছে। এমনকি মানুষের জীবনহানির মতো ঘটনা সংঘটিত হয়েছে।”